আ.লীগ সরকারের হাত ধরেই চিকিৎসা খাতে আধুনিকতার ছোয়া লেগেছে : ডা. দুলাল

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

আ.লীগ সরকারের হাত ধরেই চিকিৎসা খাতে আধুনিকতার ছোয়া লেগেছে : ডা. দুলাল

ক্রাইম সিলেট ডেস্ক : ফেঞ্চুগঞ্জে ২৩শত চিকিৎসাবঞ্চিত মানুষকে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ২ লক্ষ ১০ হাজার টাকার ঔষধ প্রদান করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার অংশ হিসেবেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্যখাত সহ সকল সেক্টরেই অভূতপূর্ব উন্নয়ন করেছে।একজন চিকিৎসক হিসেবে আমি প্রতিনিয়ত চেষ্টা করি চিকিৎসা বঞ্চিত প্রান্তিক লোকজনকে আমার সবটুকু দিয়ে সেবা দেয়ার।তিনি আরও বলেন, এদেশে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের হাত ধরেই চিকিৎসা খাতে আধুনিকতার ছোয়া লেগেছে।

তাই এআধুনিকায়নের ধারাবাহিকতা বজায় রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে সরকার ক্ষমতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, ডা.রেজাউল কবির রাজিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সুনির্মল দাস শেখর, নজমুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশাকুর রহমান, সমাজসেবী কে এম মিনহাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান কিনেল, নুরুল হক নান্টু, সারওয়ার সিদ্দিক, মোস্তাক আহমদ, লাকী মিয়া, আব্দুল গফুর, রিবুল মিয়া প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..