সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সিলেট নগরীর ৩৭ নং ওয়ার্ড আখালিয়ার টিলারগাঁও’য়ে ১৯ মাস পেরিয়ে গেলেও রাস্তা পুনর্নির্মাণ কাজ শেষ করতে পারেনি হবিগঞ্জের টিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলমা ট্রেডার্স।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সরেজমিন গিয়ে দেখা যায় রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের উপক্রম সৃষ্টি হয়েছে ও আর.সি.সি. ডালাইয়ের কাজ অসমাপ্ত রয়েছে। যার ফলে অত্র এলাকায় চলাচলকারী মানুষজন জন দুর্ভোগে পড়েছেন।
এ প্রসঙ্গে এলাকার কয়েকজনের সাথে আলাপ কালে স্থানীয় আলী হোসেন জানান- রাস্তা পুনর্নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় দুই বছর হয়ে গেলেও টিকাদারী প্রতিষ্ঠান কাজ সমাপ্ত করতে পারেনি। তারপর নির্মান কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে যার দরুন কিছু অংশ কার্পেটিং করার এক মাস পুর্ন হওয়ার আগেই কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে ফলে এলাকাবাসী জন দুর্ভোগে পড়েছেন। এই বিষয়ে প্রতিকার চেয়ে এলাকার পক্ষ থেকে সিলেট সদর উপজেলা ইউএনও বরাবর তারা আবেদন করেছেন। কিন্তু অদৃশ্য কারণে অভিযোগের কোন ব্যবস্থা্ নিচ্ছেন সিলেট সদর উপজেলা ইউএনও।
আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়- গত এপ্রিল ২০২২ইং পূর্ববর্তী সময়ে টিলার গাঁওয়ের রাস্তা পুনর্নির্মাণ কাজ শুরু করেন হবিগঞ্জের মেসার্স আলমা ট্রেডার্স। মাস খানেক কাজ চলার পর অদৃশ্য কারনে টিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়ন। পরে আবার কাজ শুরু করেন। কিছুদিন কাজ চালিয়ে প্রতিষ্ঠানটি আবার কাজ বন্ধ করে দেন। দুই দফায় কাজ শুরু করে বন্ধ করার পর গত জুন ২৩ ইং তারিখে আবার কাজ শুরু করেন টিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু রাস্তার কিছু অংশ কার্পেটিং করার পর আর,সি,সি ডালাইয়ের কাজ অসমাপ্ত রেখে আবার কাজ বন্ধ করে দেন টিকাদারী প্রতিষ্ঠান। পুনর্নির্মাণ কাজ শুরু হওয়ার দীর্ঘ ১৯ মাস অতিবাহিত হয়ে গেলেও টিকাদারী প্রতিষ্ঠান কাজ সমাপ্ত করতে না পারায়, অত্র রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণের দুর্ভোগের শেষ নেই।
এ প্রসঙ্গে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার জানান- তদন্ত সাপেক্ষে রাস্তা পুনর্নির্মাণ কাজে কোনধরনের অনিয়ম খুঁজে পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে সিলেট সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানান- রাস্তা পুনর্নির্মাণ কাজটি চলমান রয়েছে তদন্তে কোন প্রকার ত্রুটি পাওয়া গেলে তা আবার পুনরায় করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে টিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলমা ট্রেডার্স কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান- চলমান রাস্তা পুনর্নির্মাণ কাজ করবেন তবে কবে নাগাদ কাজ শুরু করবেন তা সুনির্দিষ্ট করে বলেন নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd