সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে স্বেচ্ছাসেবক লীগ নেতার নিখোঁজ হওয়া স্ত্রী সুমা বেগমকে (২০) আটক করেছে থানা পুলিশ। বুধবার সিলেটের এয়ারপোর্ট থানার খাদিমনগর এলাকার উমদারপাড়া গ্রাম থেকে সাহেল আহমদ নামের এক তরুণসহ তাকে উদ্ধার করা হয়। পরে তাদের আটক দেখিয়ে বিশ্বনাথ থানা হেফাজতে রাখা হয়েছে।
সুমা বেগম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়ার স্ত্রী। সুমার সঙ্গে আটক হওয়া সাহেল আহমদ খাদিমনগর এলাকার উমদারপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৫ নভেম্বর সিজিল মিয়ার সঙ্গে বিয়ে হয় বিশ্বনাথ পৌরশহরের পার্শ্ববর্তী পূর্ব-চান্দশির কাঁপন গ্রামের সৈয়দ জুবেদ মিয়ার মেয়ে সুমা বেগমের। গত ২০ সেপ্টেম্বর ভোরে সুমা বেগম বিশ্বনাথ পৌরশহরের মণ্ডলকাঁপন এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী তার প্রথম স্বামী সিজিল মিয়ার বাসা থেকে নিখোঁজ হন। ওই দিন (২০ সেপ্টেম্বর) বিকেলে দেড় লাখ টাকা দেনমোহরে সাহেল আহমদ নামে এক তরুণকে নতুন স্বামী হিসেবে গ্রহণ করেন সুমা। পরদিন ২১ সেপ্টেম্বর বিয়ের স্বীকৃতির জন্য সিলেট আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে কোর্ট ম্যারেজও করেন।
এদিকে স্ত্রী সুমা বেগম নিখোঁজের ১৭ দিন পর গত ৮ অক্টোবর সিজিল মিয়া বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আর ওই দিন সুমা বেগমের মা সৈয়দা বেগম (৪৩) জামাতা সিজিল মিয়া ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়াকে আসামি করে আদালতে মেয়ে অপহরণ ও গুমের মামলা করেন। সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সৈয়দা বেগমের করা বিশ্বনাথ সিআর মামলা নং ৩৯১/২০২৩ ইং।
জানতে চাইলে বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার বলেন, সাহেল আহমদ ও সুমা বেগমকে আটক করা হয়েছে। আরও তথ্য সংগ্রহের জন্য থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd