সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: অবশেষে জানা গেছে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে সাঁটানো সেই রহস্যময় পোস্টারের নেপথ্যকথা। একটি বিনোদন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে এই পোস্টার সাঁটানো হয়। সিলেট মহানগর পুলিশ এই প্রচারণা নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
গত কয়েকদিন থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকার দেয়ালে একটি পোস্টার নগরবাসীর দৃষ্টিগোচর হয়। সবুজ রঙের পোস্টারটিতে রয়েছে অনেকটা ধনুক আকৃতির লাল রঙের চারটি রেখা। আর নিচে লেখা রয়েছে ‘প্র স্তু ত হ ও/ ৩১.১০.২০২৩’।
এছাড়া অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এ সংক্রান্ত প্রচারণার। যে ভিডিওতে দেখা যায় রাতের আঁধারে হেলমেট পরা এক ব্যক্তি ওই পোস্টারে দেওয়া চারটি দাগের মতো দাগ টানছেন একটি ওয়ালে। তখন আরেক ব্যক্তি তাকে এরকম দাগ টানার কারণ জানতে চাচ্ছেন। এই অবস্থায় হেলমেট পরা ব্যক্তি ধোঁয়া ছড়িয়ে ‘স্মোক স্প্রে’ করে পালিয়ে যায়।
এদিকে, নগরীর বিভিন্ন দেয়ালে টানানো সবুজ রঙের কাগজে লাল দাগ টানা পোস্টার এবং পোস্টারের লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে এই পোস্টারকে অশুভ কোন শক্তি তথা উগ্রবাদীদের কাজ বলেও ধারণা করেন। এ নিয়ে গনমাধ্যমে একটি ভিডিও সংবাদ প্রচার হয়।
ওই সংবাদের পর বের হয়ে আসে পোস্টারটি আসল রহস্য। জানা যায়- সিলেট শহরতলীর লীলাপাড়াস্থ ‘ট্রি টপ এডভেঞ্চার ফার্ম’র পক্ষ থেকে এই প্রচারণা চালানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর তাদের প্রতিষ্ঠানে মোবাইলের ফ্রি ফায়ার গেইম এর আদলে ‘পেইন্ট বল’ নামে একটি গেম চালু হচ্ছে। এর প্রচারণার অংশ হিসেবে তারা নগরীতে এই পোস্টার সাঁটিয়েছে। কিন্তু রহস্যজনক এই পোস্টার ও পোস্টারের লেখা নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে।
গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পোস্টারটির ব্যাপারে খোঁজ নেওয়া হয়। তারাও পোস্টারটি বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে সাঁটানো হয়েছে বলে নিশ্চিত হয়। এই প্রচারণা নিয়ে আতঙ্কিত না হতে মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান- ট্রি টপ এডভেঞ্চার ফার্ম’ তাদের একটি ইভেন্টের বাণিজ্যিক প্রচারণার জন্য এই পোস্টার লাগিয়েছে। এর সাথে অশুভ কোন গোষ্ঠীর সম্পর্ক নেই। এই প্রচারণায় নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd