ঘোড়াইল কলেজকে ঘিরে স্বপ্ন দেখছে ডৌবাড়ী ইউনিয়নবাসী

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

ঘোড়াইল কলেজকে ঘিরে স্বপ্ন দেখছে ডৌবাড়ী ইউনিয়নবাসী

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ডৌবাড়ী ঘোড়াইল কলেজ। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায় ২০২২ সালে কলেজটি প্রতিষ্টা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ঐতান্তিক প্রচেষ্টায় অল্প সময়ে ২০২৩ সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। ৩৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ৩৫টি গ্রাম নিয়ে গঠিত ডৌবাড়ী ইউনিয়নে বর্তমান শিক্ষার হার মাত্র ২৫.৫%। যেখানে রয়েছে তিনটি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়, ছয়টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয় দুইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসা।

জানা যায়, এই এলাকা প্রত্যন্ত অঞ্চল হওয়ায় জেলা ও উপজেলা সদর থেকে দূরবর্তী থাকায় উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। একদিকে প্রত্যন্ত অঞ্চল, অন্যদিকে সামর্থ্যবান অভিভাবকের সংখ্যা নগন্য হওয়ায় উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত ও অকালে ঝরে পড়ে এই অঞ্চলের অনেক শিক্ষার্থী।

উচ্চশিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে বৃহত্তর এলাকার সর্বস্তরের মানুষের ঐক্যের ভিত্তিতে ২০২২ সালের জুলাই মাসে প্রতিষ্টা লাভ করে ডৌবাড়ী ঘোড়াইল কলেজ।

গত ১২ অক্টোবর বৃহস্পতিবার (২০২৩-২০২৪)শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে বরণকরে কলেজটি শিক্ষায় তার প্রথম পদযাত্রা শুরু করেছে।

সচেতন মহল মনে করেন এই কলেজটি প্রতিষ্টা হওয়ার কারণে ঝড়ে পড়া রোধসহ শিক্ষার হার বৃদ্ধি সহ কাঙ্খিত পরিমাণে এলাকার মানুষের উন্নীত হবে এবং সময়ের পরশ পাথর ডৌবাড়ী ঘোড়াইল কলেজ থেকে প্রতি বছর আলোকিত মানুষের সৃষ্টি হবে।

বিয়ানীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. সিরাজ উদ্দিন বলেন, “শিক্ষা ছাড়া কোনো সমাজ, জাতি কিংবা দেশ সভ্য, সমৃদ্ধ হতে পারে না। শিক্ষাই পারে মানুষের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে দেহ মনকে সুস্হ রেখে সঠিক লক্ষ্যে পৌছে দিতে।

ডৌবাড়ী ঘোড়াইল কলেজ এ এলাকায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে বাড়ির পাশেই কলেজ থাকায় এ এলাকার মেয়েদের উচ্চ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । ডৌবাড়ী ঘোড়াইল কলেজ ডৌবাড়ী ইউনিয়নবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এ কলেজের একজন উদ্যোক্তা হিসেবে কলেজ প্রতিষ্ঠাকালে আমিসহ আমার গ্রামবাসী (বলেশ্বর) কলেজের জন্য প্রায় দেড় একর জমি দান করেন। এলাকার প্রতিটি গ্রামের মানুষ আর্থিক সহযোগিতা করেছেন। কলেজটি প্রতিষ্ঠার লক্ষ্যে জমি, অর্থ, শ্রম ও পরিকল্পনা দিয়ে যারাই সহযোগিতা করেছেন, এখনো করে যাচ্ছেন, সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাঠ্য বইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দান এবং কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সচেতন নাগরিকগণের প্রতি আহ্বান জানান তিনি।

অভিভাবক পমেশ দাস বলেন, প্রথমে আমি এলাকাবাসী ও উদ্যোত্তাগণকে ধন্যবাদ জানাচ্ছি। নিজ ইউনিয়নের মধ্যে একটি কলেজে আমার মেয়েকে ভর্তি করাতে পেরে খুব ভালো লেগেছে। বাড়ির পাশে কলেজ হওয়াতে অর্থ ও সময় সাশ্রয় হবে বলে মনে করি।

কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থী অর্পা রানী দাস বলেন, নিজের এলাকায় উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পাওয়ায় খুব ভালো লাগছে। আমাদের এলাকার নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদেরকে নিজ এলাকায় উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়ায় এলাকাবাসী ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ফতেপুর ইউনিয়নের একজন সমাজকর্মী সাদিকুর রহমান বলেন, বর্তমান সময়ে এই নিভৃত পল্লী এলাকা শতভাগ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে এলাকার সচেতন মানুষের ও পরিশ্রমী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায়।

সিলেট জেলা পরিষদের সদস্য ও ডৌবাড়ী ঘোড়াইল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুবাস দাস বলেন, এই কলেজকে এগিয়ে নিতে এলাকাবাসীসহ প্রবাসী ভাইদের বর্তমান সময়ের মতো ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকলে কলেজকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আমার বিশ্বাস।

তিনি বলেন,বর্তমান সরকারের সময়ে দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে গোয়াইনঘাটের শিক্ষাব্যবস্থা। শিক্ষার মানোন্নয়নে নানামুখী ভূমিকা পালন করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। প্রাতিষ্ঠানিক শিক্ষায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নকে আরো এক ধাপ এগিয়ে নিতে ডৌবাড়ী ঘোড়াইল কলেজে প্রতিষ্ঠার মাধ্যমে কাজ শুরু করেছে বৃহত্তর এলাকার সর্বস্তরের মানুষ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..