বিশ্বনাথে পূজামন্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

বিশ্বনাথে পূজামন্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান
বিশ্বনাথ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা মহাসপ্তমী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত পূজামন্ডপে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর পক্ষ থেকে ক্ষুদ্র উপহার স্বরূপ নিয়ে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান (ডিএসবি)।
আজ শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার সদর সার্বজনীন পূজামন্ডপ, শ্রী শ্রী শনি মন্দির সার্বজনীন পূজামন্ডপ, কালী বাড়ি সার্বজনীন পূজামন্ডপ কালিজুরী সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় বিভিন্ন মন্ডপে পৃথক সভায় প্রধান অতিথির হিসেবে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, যুগ যুগ ধরে বাঙালীরা ঐক্যবদ্ধভাবে সকল ধর্মের মানুষের বিভিন্ন উৎসবের আনন্দ একসাথে উপভোগ করে আসছেন।
যারাই ওই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার অপরাধীদের শাস্তি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। আর যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজে শান্তি বিরাজমান থাকার পাশাপাশি হবে উন্নত।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হচ্ছে বাংলাদেশ। সুদীর্ঘকাল থেকে তাই বাঙালীরা সকল ধর্মের মানুষের ধর্মীয় উৎসবগুলো এক সাথে মিলে মিশে উপভোগ করে আসছেন।
আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে বাঙালী জাতির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো অটুট হয়েছে।
বিশ্বনাথ সদর সার্বজনীন পূজামন্ডপের সভাপতি সুব্রত ধর বাপ্পী, শ্রী শ্রী শনি বাড়ি সার্বজনীন পূজামন্ডপের সভাপতি বিজয় চন্দ্র দেব, শ্রী শ্রী কালী বাড়ি সার্বজনীন পূজামন্ডপের সভাপতি সমীর রঞ্জন দাসের যৌথ পরিচালনায় সভাগুলো অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার রুমেন আহমেদ, এসআই কবির উদ্দিন, ডিএসবি সবুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..