সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
সিলেট শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতোয়াল্লি জহির বখত ইন্তেকাল করেছেন। তিনি সোমবার সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামায মঙ্গলবার বেলা দুইটায় সিলেট শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, সিলেট শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতোয়াল্লি জহির বখতের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
পৃথক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd