সিলেটে অবরোধের সমর্থনে মিফতাহ সিদ্দিকীর মোটরসাইকেল মহড়া

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

সিলেটে অবরোধের সমর্থনে মিফতাহ সিদ্দিকীর মোটরসাইকেল মহড়া

ক্রাইম সিলেট ডেস্ক : অবরোধের দ্বিতীয় দিন ও সিলেটে যুবদলের ডাকা হরতালে মোটরসাইকেট মহড়া করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী

অবরোধের প্রতিবাদে দ্বিতীয় দিনে সিলেটে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ। হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল করেছে সিলেট মহানগর বিএনপি। এছাড়া সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী সিলেট-কোম্পানীগঞ্জ রোডে মোটরসাইকেল মহড়া করেছেন।

বুধবার (১ নভেম্বর) বিকাল ৩ টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে মিছিল নিয়ে সিটি পয়েন্ট সংলগ্ন কামরান চত্বরে যুবলীগের শান্তি সমাবেশে তারা যোগ দেয়। একইদিন বিকালে সোবহানীঘাট এলাকায় পিকেটিং শেষে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশ করেছেন মহানগর বিএনপি।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও জ্বালাও পোড়াও এবং সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে লাঠিসোঁটা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় যুবলীগের নেতাকর্মীদের ।

শান্তি সমাবেশে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

শান্তি সমাবেশের অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট আলমগীর, সামস উদ্দিন সামস, হাসান আহমদ চৌধুরী, মনোজ কাপালী মিন্টু, এস.এম শাইস্তা তালুকদার, সুজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ এমরুল, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক সাজলু লস্কর প্রমুখ।

এদিকে, বুধবার বিকেলে বিএনপি কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধের ২য় দিনে ও যুবদল আহুত হরতাল চলাকালে নগরীর সোবহানীঘাট এলাকায় পিকেটিং শেষে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব চৌধুরী, বিএনপি নেতা শোয়াইব আহমদ শুয়েব, আহমেদ মঞ্জুরুল হাসান মঞ্জু, সাদিকুর রহমান সাদিক, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, ছালেক আহমদ, আব্দুল মোনিম, সাকের আহমদ ও ছাত্রদল নেতা ইবনে জাহান তানভীর প্রমুখ।

এদিকে, সিলেটে প্রথম দিনের অবরোধকালে পিকেটিংয়ের সময় পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবদল নেতা জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার বিকেলে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে সিলেট-কোম্পানীগঞ্জ রোডে মোটরসাইকেল সহযোগে মহড়া দেওয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..