সিলেটে প্রথম দিনের অবরোধ কর্মসূচি পালিত : বিএনপির ২৫ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

সিলেটে প্রথম দিনের অবরোধ কর্মসূচি পালিত : বিএনপির ২৫ নেতাকর্মী গ্রেফতার

সরকারের পদত্যাগের একদফা দাবীতে বিএনপির ডাকে দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার সিলেটবাসী শতষ্ফূর্তভাবে সর্বাত্মক অবরোধ পালন করেছেন। এজন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এদিকে, দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রাব্বানী, জেলা ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু ও এনামুল কবির সুহেল সহ অন্তত ২৫ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, গত কয়েক দিনে এসএমপির দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরন, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী পাবেল সহ অসংখ্য নেতাকর্মীদের বাড়িতে তল্লাশীর নামে, নেতাকর্মীদের স্ত্রী-সন্তান, পিতা-মাতা সহ পরিবার সদস্যদের সাথে দুর্ব্যাবহার, অশোভন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে তা মধ্যযোগীয় বর্বরতাকেও হার মানায়। দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা হয়ে জনগনের সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নিলে পুলিশের এসব অতি উৎসাহী কর্মকর্তাদের দেশের জনগন ক্ষমা করবে না।

এ সব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চলমান গণতান্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এপর্যন্ত গ্রেফতারকৃত সকল নেতাকর্মীরের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের এবং দলীয় নেতাকর্মী ও তাদের পরিবারকে হয়রানী বন্ধের দাবী জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

জেলা বিএনপির নেতৃবৃন্দ, আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলমান ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য, সিলেট জেলা বিএনপি, সকল অঙ্গ-সহযোগী সংগঠন এবং সকল উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..