সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় ড. আহমদ আল কবির এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এনজিও সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি ড. আহমদ আল কবির এর উপশহস্থ বাসভবনে নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের আজীবন কেন্দ্রীয় সদস্য কবি ও লেখক অধ্যাপক দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরী, কেন্দ্রীয় আজীবন সদস্য মীর মোশাররফ হোসেন, এম জাকির হোসেন মুকুল, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শাহীন আহমদ প্রমুখ।
মতবিনিময়কালে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, মানব সম্পদ উন্নয়ন খ্যাত ব্যক্তি ড. আহমদ আল কবির মানব সেবার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখছেন। তাঁর সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অনেক বেকার লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে। নেতৃবৃন্দ ড. আহমদ আল কবিরকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর শনিবার ঢাকাস্থ ইঞ্জিনিয়ার ইন্সিটিটিউটের হলরুমে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে নেতৃবৃন্দ সিলেট নগরীর রায়নগরে সিলেট-১ আসনের সাবেক এমপি, অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত এর কবর জিয়ারত করেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd