সিলেট হবে দেশের আদর্শ সিটি : সুধি সমাবেশে বক্তারা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

সিলেট হবে দেশের আদর্শ সিটি : সুধি সমাবেশে বক্তারা

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব হস্তান্তর ও সুধি সমাবেশে বক্তারা বলেছেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের জন্য সিলেট হবে একটি আদর্শ সিটি করপোরেশন। আনোয়ারুজ্জামান চৌধুরীর হাত ধরে এই সিলেট আন্তর্জাতিক অঙ্গনেও বিখ্যাত হয়ে উঠবে। নাগরিক সুযোগ সুবিধা যেমন বাড়বে তেমনি বিদ্যমান সমস্যাগুলোও সমধান হবে। বিশেষ করে সিলেটের জলাবদ্ধতা সমস্যা সমাধান করে একটি পর্যটনবান্ধব আধ্যাত্মিক নগরী হিসাবে সিলেটকে গড়ে তুলবেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তার জ্ঞান ও মেধা এবং রাজনৈতিক প্রজ্ঞা আমাদের তেমন প্রত্যাশা জাগিয়ে তুলেছে।
তারা বলেন, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ্যরে কথা দেশের অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন।  এই সম্প্রীতির পথধরে আমরা এগিয়ে যাবো, এগিয়ে যাবে সিলেট মহনাগরী এবং এ অঞ্চলের মানুষ।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকু রহমান ফারুক, ব্যবসায়ী শিল্পপতি ইকবাল আহমদ অভি, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসান,  সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাাডভোকেট নাসির উদ্দিন খান।
সুধি সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদেও ইমাম ও খতিব শায়েখ মাওলানা সাদিকুর রহমান।
গীতা পাঠ করেন বাংলাদেশ ব্রাম্মন সংসদের প্রধান পুরোহিত ও শ্রীহট্ট পুরোহিত মন্ডলির সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী কাব্যস্মৃতিতীর্থ। বাইবেল পাঠ করেন নয়াসড়কস্থ খ্রিস্টান মিশনারী পুরোহিত রোভারেন্ড ফিলিপ বিশ্বাস। ত্রিপিটক পাঠ করেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধক্ষ্য শ্রীমৎ মহনাম ভিক্ষু।
সমাবেশের শুরুতে একাত্তর ও ১৫ আগস্টের সকল শহীদ এবং বিভিন্ন সময়ে সিলেটকে নেতৃত্ব দেয়া  মরহুম নেতৃবৃন্দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও জান্নাতুল নাজনিন আশা।
এর আগে দুপুর ২টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও নবনির্বাচিত পরিষদের কাউন্সিলরবৃন্দকে নিয়ে হজরত শাহজালালের (র.) এর মাজার জিয়ারত করেন।
এরপর বিকেল তিনটার দিকে পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও পরিবারের সদস্যবৃন্দকে নিয়ে নগরভবনে পৌঁছান। কিছুক্ষনের মধ্যে উপস্থিত হন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নগরভবনে পৌঁছার পর বিকেল সাড়ে তিনটার দিকে মেয়রের কার্যালয়ে মন্ত্রী ইমরানের উপস্থিতিতে ক্ষমতা হস্তান্তর পর্ব শেষ হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..