ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের এক ব্যবসায়ীর সাথে অজ্ঞাত ফোনকলে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে ৫ প্রতারককে আটক করেছে জগন্নাথপুর থানা পুলিশ। বুধবার দিনব্যাপী জগন্নাথপুৃর ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে জগন্নাথপুর পৌরসভাধীন কেশবপুর গ্রামের বাসিন্দা মৃত ময়না মিয়ার পুত্র রাজু মিয়া (৫০), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলাধীন ফেরীরচর গ্রামের বাসিন্দা মৃত রহিম উদ্দিনের পুত্র আবুল মিয়া (৫০), জগন্নাথপুর পৌরসভাধীন ইসহাকপুর গ্রামের বাসিন্দা মুহিত মিয়ার স্ত্রী সমলা বেগম (৪০), কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন ডোহাজোড়া গ্রামের বাসিন্দা, বর্তমানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের বাসিন্তা বাক্কার মিয়ার স্ত্রী আনারকলি (৩০), জগন্নাথপুর পৌরসভাধীর ইসহাকপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে জগন্নাথপুর শহর নিবাসী হবিবনগর এলাকার বাসিন্দা মৃত আমির উদ্দিনের স্ত্রী নেছাফুল বেগম (৬০)।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের ব্যবসায়ী জাহিদুল ইসলাম এর কাছে অজ্ঞাত মোবাইল ফোন নম্বর থেকে কল আসলে কথাবার্তার মাধ্যমে সম্পর্ক তৈরি করে এই সংঘবদ্ধ চক্র। তারা কম দামে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে কৌশলে চেতনা নাশক খাইয়ে বাইরে ডলার আর ভেতরে সাদা কাগজের বান্ডেল বুঝিয়ে দিয়ে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয়। ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জন জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন।
পরে জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর সুস্পষ্ট নির্দেশনায় ও সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে জগন্নাথপুর ও কোম্পানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে নগদ অর্থ সহ মামলার বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!