সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট রেলস্টেশনে একটি বগিতে আগুন লাগার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বৃহস্পতিবার (২৩নভেম্বর) পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার (ওসি) শাফিউর ইসলাম পাটুয়ারী।এজাহারে আসামিদের নাম উল্লেখ করা হয়েছে জানালেও তিনি নামগুলো বলেননি।
এরআগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওইদিন রাত সাড়ে ৭টার দিকে ট্রেনটি প্রবেশ করে জয়ন্তিকা এক্সপ্রেস হিসেবে।পরবর্তীতে এক নং প্ল্যাটফর্ম থেকে তা ৩নং প্ল্যাটফর্মে নেয়া হয় এবং তা উপবন এক্সপ্রেসে হিসেবে ঢাকায় যাওয়ার কথা ছিলো।
রাত সাড়ে নয়টার দিকে ট্রেনের খ বগিতে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২৩টি সিট পুড়ে যায়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd