সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু-পাথর উত্তোলন শেষে বাড়ি ফেরার সময় নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) ভোরে যাদুকাটা নদীর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বিকেলে নদীতে বালু-পাথর উত্তোলনের কাজ করে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী ইঞ্জিন চালিত বারকি নৌকাটি বালুবহনকারী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের চিকসা পূর্বপাড়ার আব্দুস শহীদের ছেলে সামায়ুন মিয়া (৩৫) ও আব্দুল কাইয়ুমের ছেলে নুরু মিয়া।
তারা বালু-পাথর উত্তোলনকারী শ্রমিক হিসেবে যাদুকাটায় কাজ করেন। এ ঘটনায় আহত শ্রমিক আব্দুল ওদুদ, আলিম ও ওয়াহিদ সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামের ১২ জন শ্রমিক প্রতিদিনের মতো গত শনিবার ভোররাতে যাদুকাটা নদীতে সেইভ মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনের কাজ করতে যান। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় শ্রমিকদের বহনকারী ইঞ্জিনচালিত বারকি নৌকাটি নদীটির লাউড়েরগড় এলাকায় বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত আরেকটি স্টিলবডি নৌকার ধাক্কায় ডুবে যায়।
এ সময় স্থানীয়রা ১০ জনকে পানি থেকে উদ্ধার করলেও সামায়ুন ও নুরু মিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে রবিবার সকালে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, স্টিলবডি একটি খালি নৌকার ধাক্কায় বারকি নৌকা ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd