সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জকিগঞ্জ থানাহাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে আসামি। আসামি রাসেল আহমদ রাসু একটি চুরির মামলায় থানাহাজতে ছিলেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জকিগঞ্জ থানায় এ ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানাহাজত থেকে আসামি পলানোর বিষয়টি স্বীকার করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, চুরির মামলায় বুধবার ভোর ৭টায় বিলেরবন্দ এলাকা থেকে রাসেল আহমদ রাসু (২৪) নামে এক আসামিকে আটক করে থানাহাজতে রাখে জকিগঞ্জ থানা পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছে ওই আসামি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। সে চোর চক্রের একজন সক্রিয় সদস্য। ভেন্টিলেটর ভেঙে ছোট ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে চুরি করে থাকে। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পলানোর বিষয়ে বলেন, তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে।
এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) শেখ মো. সেলিম বলেন, সকালে থানাহাজত থেকে এক আসামি পালিয়েছে বলে শুনেছি। তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd