সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : আজ ৫৩তম মহান বিজয় দিবস । ৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন, নির্বিচার হত্যাযঞ্জ ও রক্তসাগর পাড়ি দেয়ার পর মেলে পরম চাওয়া স্বাধীনতার। যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে দিনটি।দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ।
মহান বিজয় দিবসে আলোচিত বিশ্বনাথ ডটকম এর পক্ষ থেকে স্বাধীনতার সকল বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে। (১৬ ডিসেম্বর) শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক ছাত্রলীগ সভাপতি ফয়জুল ইসলাম জয়, আরব আলী, আলোচিত বিশ্বনাথ এর প্রধান এডিটর ও বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সদস্য অজিত দেব, আলোচিত বিশ্বনাথ এর প্রকাশক ও সম্পাদক সুজিত দেব প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, আমাদের সবার উচিত দেশের প্রকৃত ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের এই বীরগাঁথা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd