ওসমানী মেডিকেলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সিলেটজুড়ে তোলপাড়!

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

ওসমানী মেডিকেলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সিলেটজুড়ে তোলপাড়!

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট ওসমানী মেডিকেলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সিলেটজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কারণ হলো সিলেট বিভাগের ৪টি জেলার কোন নাগরিকগণ অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন না।

গত ১৩/১২/২৩ইং তারিখে এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় হতে গত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও কুমিল্লা জেলার প্রার্থীগণ ব্যতিত অন্যান্য জেলার বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলার প্রকৃত স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।

ওসমানী মেডিকেল সূত্রে জানা যায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি সিলেটের স্থানীয়ভাবে দেওয়া হয়নি। এই বিজ্ঞপ্তি জাতীয় নীতিমালা মেনে দেওয়া হয়েছে। জেলা কোটা ভিত্তিক সিলেটের চার জেলা ও কুমিল্লা জেলার কোটা আগেই পূরণ হয়ে গেছে। বর্তমানে সিলেটের ৬২ এবং কুমিল্লার ৫ জন কর্মরত আছেন বলে জানা যায়। যা কোটার সংখ্যার চেয়েও বেশী। সিলেটি মানুষদের প্রতি হয়রানি, অর্থ ও সময় নষ্ট হওয়ার চিন্তাভাবনা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ৪ জেলা সহ কুমিল্লা জেলার নাম বাদ দেওয়া।

এদিকে সিলেট বিভাগের অধিবাসীগণকে বঞ্চিত করে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর উদ্যোগে আয়োজন করা হয় এক জরুরী প্রতিবাদ সভার। সোমবার সংগঠনের সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের অধিবাসী চাকুরী প্রার্থীগণকে অযোগ্য উল্লেখ করে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃক দৃষ্টতাপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই দৃষ্টতাপূর্ণ বিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশের জন্য সভায় সংশ্লিষ্টদের সিলেটবাসীর নিকট ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেণির সকল শূন্যপদে সিলেট বিভাগের অধিবাসীদের নিয়োগ দেয়ার জন্য দাবী জানানো হয়।

এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সিলেট বিভাগের মন্ত্রীগণ, সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ সকল স্তর ও পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..