সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকে কেন্দ্র করে সিলেট শহরজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। শহরসহ আশেপাশের সড়ক এখন ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, তোরণ আর পোস্টারে। প্রশাসন প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ পুরো শহররেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সভস্থল নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ তৈরিতে ব্যস্ত সংশ্লিষ্টরা। শেষ হয়েছে মঞ্চ নির্মাণ কাজ। চলছে সর্বশেষ আনুষঙ্গিক প্রস্তুতির কাজ।
সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি দেখতে আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর বারোটায় নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেন। এসময় তাঁরা জনসভা মঞ্চ ও মাঠের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন।
সফরসূচির তথ্য অনুযায়ী, বুধবার (২০ ডিসেম্বর) সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সিলেটের প্রথম কর্মসূচি হিসেবে তিনি হযরত শাহজালাল (র.)- এর দরগাহ জিয়ারত করবেন। তার সফর নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দরগাহ এলাকা।জিয়ারতের কর্মসূচি শেষে বঙ্গবন্ধুকন্যা সিলেটের হযরত শাহ পরান (র.)- এর মাজারও জিয়ারত করবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
এদিকে এই মাঠের সমাবেশে ১০ লাখ জনসমাগম ঘটাতে কাজ করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন। শেখ হাসিনার নির্বাচনী এই সভাকে সফল করে তুলতে সিলেটে অবস্থান করছে কেন্দ্র থেকে যাওয়া আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধিদল। গত ১৩ ডিসেম্বর দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধিদলের এই সদস্যরা সিলেটে পৌঁছেন। সিলেট বিভাগের চার জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে এক প্রস্তুতি সভা করেন কেন্দ্রীয় নেতারা। সভায় ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সভা আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ করার জন্য কেন্দ্রীয় নেতারা নির্দেশনা প্রদান করেন। এ সময় সিলেট বিভাগের ১৯টি আসনের সকল নৌকার প্রার্থীকে অন্তত ১০ হাজার করে নেতাকর্মী-জনগণ নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কয়েকদিন আগে সিলেট গিয়ে বিশেষ বর্ধিত সভা করেছেন। তিনি এ বিভাগের ১৯ আসনের নৌকার প্রার্থীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। সিলেট জনসভা জনসমুদ্রে রূপ নেবে বলে জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।
এ প্রসঙ্গে নানক বলেন, পুণ্যভূমি সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনি জনসভা শুরু হবে। এ জনসভাকে ঘিরে এ বিভাগের মানুষের মধ্যে অন্যরকম উৎসাহ সৃষ্টি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে সিলেট পৌঁছে মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিয়ম করবেন। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলীয় জনসভায় যোগ দেবেন সভানেত্রী। এ উপলক্ষে দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সিলেটবাসী বরণ করে নিতে প্রস্তুত। সিলেট থেকেই শুরু হবে সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়ে যাবেন, সেই নির্দেশনাই আমরা পালন করতে প্রস্তুত।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আলিয়া মাদরাসা মাঠ প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের বৃহৎ জনসমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা এসে উপস্থিত হবেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদ বলেন, জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। কারণ সামনের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। সেই নির্বাচনি বার্তা পেতে তৃণমূলের সব নেতারা সিলেট শহরে আসবেন নেত্রীর কথা শোনার জন্য। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা শুরু করেছিলেন সিলেট থেকে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..