সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি::জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার শ্রীপুর আলু বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৭৫ বোতল মদ সহ একটি সিএনজি গাড়ি আটক করেছে ।
পুলিশ সূত্রে জানা যায় , ২৩শে ডিসেম্বর শনিবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার মোকাম বাড়ী আলুবাগান এলাকায় অভিযান চালিযে ভারতীয় মদ আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম (পিপিএম)’র নেতৃত্বে পুলিশের এস আই মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স আলু-বাগান সংলগ্ন এলাকায় অবস্থানকাল সিএনজি চালিত অটোরিকশা’টি পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রীপুর চা-বাগানের ভিতরে গাড়ি প্রবেশ করে অপরাধীরা সিএনজি অটোরিকশা রেখে পালিয়ে যায়, পরে পুলিশ সিএনজির ভিতর থেকে ৭৫ বোতল মাদক আটক করতে সক্ষত হয়।
আটক সিএনজি ( সিলেট-থ ১২-৯৩৬৭) জব্ধ করা হয়। আটক মাদকের আনুমানিক বাজার মূল্য অন্তত ১ লক্ষ ২০ হাজার টাকা।
এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) মাদক আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, বড়দিন ও ইংরেজি নববর্ষ-কে ও সামনে রেখে চোরাকারবারীরা মাদক পাচার কাজে সক্রিয় হয়ে উঠেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সীমান্ত এলাকা সহ উপজেলা জুড়ে অভিযান জোরদার করা হয়েছে। ৭৫ বোতল মদ সহ সিএনজি অটোরিকশা আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd