সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকা থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তবে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এদের বিরুদ্ধে কোন প্রকার মামলা না হওয়ায় তারা বেপরোয়া ভাবে জুয়াড়ী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এই চিহিৃত জুয়াড়ীরা হলেন নজরুল ইসলাম, আল আমিন ও হারুন। তাদের রয়েছে বিশাল নেটওয়ার্ক। তারা স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশকে ম্যানেজ করে এসকল কর্মকান্ড চালিয়ে যান। তবে গোয়েন্দা পুলিশ এই চক্রের বিরুদ্ধে বার বার অভিযান চালিয়ে জুয়াড়ীদের আটক করেন। কিন্তু রহস্যজনক কারণে ছাড় পেয়ে যান মূল হোতারা।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ হাফিজুলের পান সিগারেটের দোকানের পিছনে আল আমিন ও নজরুলের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে তাদের ৮জনকে জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শামীম আহমদ (৪০), মোঃ এনাম উদ্দিন (৩৩), মোঃ শফিকুর রহমান (২০), মাহবুব আলম পাপন (৩২), রুবেল আহমদ (২৫), পান্না আহমদ (২৬), মোঃ রিপন (৩০) ও শফিকুল ইসলাম শামীম (২৭)। দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই আসরে দৈনিক লাখ লাখ টাকা লেদদেন হয়ে থাকে। জুয়াড়ী হারুনকে গ্রেফতার ও তার বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আশুহস্থক্ষেপ কামনা করেছেন দক্ষিণ সুরমার স্থানীয় বাসিন্দারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd