সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩
এইচ.কে.শরীফ সালেহীন::হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা আসবে আর লোক সমাগম হবে না,তা কি করে হয়।
শতবেস্তাকে উপেক্ষা করেও বর্তমান সময়ের আলোচিত বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামি গবেষক হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামার ওয়াজ শুনলো সিলেটের সদর উপজেলার হাজারও জনতা।
সিলেটের শহরতলী বিমানবন্দর সাহেব বাজার
জামিয়া ইসলামিয়া দারুল উলূম সাতগাঁও মাদ্রাসার (৪০ তম)মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন তিনি।
মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) বিকাল ৩টায় মঞ্চে ওঠেন উসামা। বিকাল ২টা ৩০মিনিট থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বয়ান করেন মুফতি আলী হাসান উসামা।
হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবি হযরত ওমর ফারুকের জীবনীসহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উসামা। মুগ্ধ হয়ে তার বয়ান শোনেন সিলেটের বিমানবন্দর সাহেব বাজার এলাকার হাজারও মানুষ। এর আগে সকালে সড়ক পথে সিলেটে আসেন তিনি।দুপুর ১২ থেকেই সেখানে মানুষের ঢল নামে ।আলী হাসান উসামা আসার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাহফিলস্থল। বিকাল ৩ টায় মাহফিলস্থল ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে।
এসময় জামিয়া ইসলামিয়া দারুল উলূম সাতগাঁও মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা যুবায়ের আহমদ বলেন, হাজারো মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে উসার বয়ান সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আলেম উলামা,জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হাজারও মানুষ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd