সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: হঠাৎ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক মো: আবুল হোসেন। রোববার ২টার দিকে কোম্পানীগঞ্জে লাইভে এসে ব্রিফিং করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
তার অভিযোগ প্রশাসনের সার্বিক তত্বাবধান ও সহযোগিতায় প্রতিটি ভোটকেন্দ্রে শত শত জালভোট কাস্ট করা হচ্ছে।
তিনি বলেন নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর সুষ্ট নির্বাচনের অঙ্গীকারের উপর আস্থা রেখে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়েছিলাম, কিন্তু আমি তাদের উপর থেকে আস্থা সম্পূর্ণ ভাবে হারিয়ে ফেলেছি। নির্বাচন কমিশনের অধীন প্রশাসন নির্লজ্জভাবে ভোট জালিয়াতি ও কারচুপি করে চলেছে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের প্রবেশ করতে না দিয়েই তারা নিজেরাই ভোট কাস্ট করছে।
তিনি বলেন, সরকার ও প্রশাসন এমন একটা প্রহসনের,নির্বাচন করতে পারে সেটা আমি আগে বুঝতে পারিনি। তাই আমি নির্বাচন থেকে সরে দাড়িয়ে আগামী দিনের গণতান্ত্রিক সকল আন্দোলনে সম্পৃক্ত থাকার আহ্বান জানাচ্ছি।
ব্রিফিংকালে তিনি তার নির্বাচনী এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সকলকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমাও প্রার্থনা করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd