সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তে ডিবি পুলিশের নামে চাঁদাবাজি করছে আলামিন। প্রশাসনের নাম ভাঙ্গিয়ে দাপটের সাথে চলছে আলামিনের চাঁদাবাজি মহত উতসব। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, চিনি, নাসির বিড়ি, কিট মাল,ভারতীয় বিভিন্ন ধরনের মাদক, ফেনসিডিল ইয়াবা, মদ, গাজা নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট বাহিনী নীরব ভূমিকায়। ভারত থেকে বাংলাদেশে আসার নির্ধারিত স্থানগুলো হল প্রতাপ পুর ,লামা পুঞ্জি, মোগলিন কাটারির খাল চা বাগান সংলগ্ন রাধানগর বাজারের আশপাশ দিয়ে গাড়ি বুঝাই করে নিয়ে নিরাপদে গোয়ানঘাট দিয়ে, হরিপুর ও সিলেট শহর সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। গোয়াইনঘাট থেকে নিয়ন্ত্রণ করেন।
আলামিন তাদের সহকারীদের নিয়ে, চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আসছে কয়েক কোটি টাকার মদ গাঁজা ইয়াবা সহ বিভিন্ন মাদক জাতীয় অবৈধ মাল বাংলাদেশ আসায়, চোরাকারবারীদের গুডফাদার জেলখাটা আসামী এই আলামিন, প্রশাসনের নিষেধাজ্ঞা কে অমান্য করে, প্রশাসনের নাকের ডগায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চোরাকারবারিদের দিয়ে ব্যবসা চালাচ্ছেন আর হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। প্রতি রাতে ডিবি পুলিশ প্রশাসনের নামে কয়েক লক্ষ টাকা চাঁদা নিয়ে বৈধতা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেয় আলামিন।
এ বিষয়ে সততা নিশ্চিত করার জন্য আলামিনএর মোঠুফোনে ফোন দিলে প্রথমে অস্বীকার করে। পরে বলেন কে বা কারা করছে আমি জানিনা একটু পরে আপনার সাথে যোগাযোগ করতেছি বলে সংযুক্তি বিচ্ছিন্ন করে দেয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd