কানাইঘাট প্রতিনিধি :: সিলেট জেলার অপরাধ দমন,আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পুলিশ,সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশ সহকারী পুলিশ সুপার,কানাইঘাট সার্কেল অলক কান্তি শর্মা তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান একদল পুলিশ নিয়ে গত ১৫ জানুয়ারি রাত ১১ঃ৩০ ঘটিকার সময় সড়কের বাজার এলাকায় অভিযান চালিয়ে কানাইঘাট থানায় গনধর্ষণ মামলার আসামী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির দনা নয় নম্বর গ্রামের আব্দুন নূরের পুত্র মোঃ বিলাল আহমদ বিলাল উদ্দিনকে গ্রেফতার করেন থানায় মামলা নং ১৪।
পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে সে নিজের দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে। বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহন শেষে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।
Sharing is caring!