ছাতকের ব্রিজ একাডেমিতে শিক্ষার নামে বানিজ্য, সরকারের রাজস্ব ফাঁকি !

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

ছাতকের ব্রিজ একাডেমিতে শিক্ষার নামে বানিজ্য, সরকারের রাজস্ব ফাঁকি !
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জস্থ্য ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমী প্রায় এক যুগ ধরে ইংরেজী শিক্ষার নামে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগ উঠেছে প্লে থেকে একাদ্বশ শ্রেনীর প্রতি ছাত্র/ছাত্রীদের নিকট থেকে মাসিক বেতন ২ হাজার টাকা নেওয়া হলেও চলতি বছর নেওয়া হচ্ছে ২ হাজার ২ শত টাকা। সেশন ফি প্রতি ছাত্র/ছাত্রীদের নিকট ৫ হাজার টাকা নেওয়া হলেও চলতি বছর নেওয়া হচ্ছে ৬ হাজার টাকা। এছাড়াও নতুন ভর্তী হলে ফি দিতে হচ্ছে ১০ হাজার টাকা। বেতন ও সেশন ফি বৃদ্ধির বিষয়ে একাডেমির চেয়ারম্যান আইয়ুব করম আলীর সাথে বৈঠকও করেন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। তবে ঐ বৈঠক ফলপ্রসু হয়নি বলে জানা গেছে।
টিউশন ফি দিতে বিলম্ব করায় ব্রিজ একাডেমির ফিনান্স ডিরেক্টর বিঞ্চু ভল্বব দে’র হাতে একাধিক শিক্ষার্থীদের অভিভাবক লাঞ্চিত হয়েছেন এমন অভিযোগও উঠেছে। শিক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা শ্রেনী কক্ষের বাহিরে দাঁড় করে রেখে মানষিক ভাবে ক্ষতিগ্রস্থ্য করা হয়েছে। তবে ছাত্র/ছাত্রীদের লেখা পড়া ও বিভিন্ন দিক চিন্তা করে এসব বিষয়ে মুখ খুলতে নারাজ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। বিঞ্চু ভল্বব দে সিলেটের একটি হোটেলে ম্যানাজার হিসাবে কর্মরত আছেন। তিনি  অভিভাবকবৃন্দকে উদৃতি দিয়ে থাকেন হোটেলে রাত্রী যাপনের জন্য যেমন আগে টাকা পরিশোধ করতে হয় তেমনি ভাবে ব্রিজ একাডেমিতে পড়াতে হলে আগে বেতন পরিশোধ করতে হবে। একাডেমির ফিনান্স ডিরেক্টর বিঞ্চু ভল্বব দে যোগাদানের পর থেকে একাডেমিতে শিক্ষক/শিক্ষিকাদের গন গন বদলি হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। মনোমুগ্ধকর ব্যানার, ফ্যাস্টুন লাগিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের আকৃষ্ট করে ইংরেজী শিক্ষার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এ যেনো দেখার কেউ নেই।
জানা যায়, ব্রিজ একাডেমিতে বর্তমানে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৪ শত। ২০২৩ সালে এসএসসি পরিক্ষায় ১৯ জন্য শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে এ পেয়েছে ১৫ জন, এ- ২ জন ও অনুত্তীর্ণ ২জন। ২০২২ সালের ফলাফলও সন্তুষ জনক নয়। একাডেমিতে ভর্তি ফি, সেশন ফি, বেতন বৃদ্ধি করা হলেও ফলাফল থেকে প্রতীয়মান হয় যে লেখার পড়ার মান খুবই নি¤œ মানের। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দেয়। ইতোমধ্যে অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদের একাডেমি থেকে অন্যত্র নিয়ে গেছেন বলে জানা গেছে।
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ (০৫) ছাতক-দোয়ারাবাজার সংসদীয় আসন থেকে গণফোরাম মনোনীত প্রাথী ও ব্রিজ একাডেমির চেয়ারম্যান আইয়ুব করম আলী গত ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্ট এক নির্বাচনী জনসভায় বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মাস্টার প্লান করে গোবিন্দগঞ্জকে পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলবো। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে স্থানীয় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞেস করবো আপনার কলেজ থেকে এ বছর কয়টি এ প্লাস পেয়েছে। তখন তিনি (প্রিন্সিপাল) বলবেন একটিও পায়নি। আমি বলবো আমার সংকর্ধনার প্রযোজন নাই। আগামীতে কিভাবে এ প্লাস পাওয়া যায় সেই ব্যবস্থা নিন। এমনকি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের শিক্ষার্থীদের পরিক্ষার ফলাফল নিয়ে তিনি বিদ্রুপ মন্তব্য করেন। অথচ আইয়ুব করম আলীর নিজ প্রতিষ্টান ব্রিজ একাডেমিতে নি¤œমানের পাঠদান, ফলাফল শূন্যের কোটায় ও চলছে শিক্ষার নামে বানিজ্য। তার নিজ প্রতিষ্টানের ফলাফল আড়াল করে ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এর ফলাফল নিয়ে মন্তব্য করায় স্থানীয় অনেকেই এর সমালোচন করেন। যদিও সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইয়ুব করম আলী ৫৬৯ ভোট পেয়েছেন। এর আগেও একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহন করে জামানত হারান। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে ব্রিজ একাডেমিতে প্রাথমিক ও জুনিয়র পরিক্ষার অনুমতি থাকলেও  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়ার সংশ্লিষ্ট কতৃপক্ষ কতৃক কোন অনুমতি নেই। সিলেটের একটি প্রতিষ্টানকে ম্যানেজ করে ঐ প্রতিষ্টানের নামে পরীক্ষা দেওয়া হচ্ছে। এছাড়াও প্লে থেকে নার্সারী শ্রেনীর শিক্ষার্থীদের মহিলা অভিভাবকবৃন্দ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড রোদ্র উপক্ষো করে একাডেমির মুল ফটকের সামনের রাস্তায় দাঁড়িয়ে বা বসে থাকতে দেখা গেছে। তাদেরকে ভিতরে বসতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছেনা। যদিও ছোট ছোট কোমলমতি শিশুদের সঙ্গে নিয়ে তাদের আসা যাওয়া করতে হয়।
এ বিষয়ে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ অনেকটা দায়ভার এড়িয়ে গিয়ে বলেন, ২০২৩ সালে এসএসসি পরিক্ষার ফলাফল মোটামুটি ভালো তবে ২ জন অনুত্তীর্ণ হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৩ সালের জানুয়ারী থেকে একাডেমিক দিক আমি দেখছি আর ফিনান্স এর দিক দেখছেন ফিনান্স ডিরেক্টর বিঞ্চু ভল্বব দে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিঞ্চু ভল্বব দে একাডেমির ডিরেক্টর বা সেয়ার হোল্ডার না। তিনি একাডেমির কর্মকর্তা (হিসাব রক্ষক) বলা যায়। সিলেট শহরের একটি হোটেলে ম্যানাজার হিসাবেও কাজ করেন। এ বিষয়ে ব্রিজ একাডেমির ফিনান্স ডিরেক্টর বিঞ্চু ভল্বব দে তার উপর আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একাডেমি কতৃপক্ষ যেভাবে ভর্তী, বেতন ও সেশন ফি নিতে বলেন আমারা সেভাবেই নিচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আয়কর রির্টান জমা দেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে ব্রিজ একাডেমির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আইয়ুব করম আলী প্রবাসে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা সহকারী কর কমিশনার মো: রাকিবুল ইসলাম খাঁন বলেন, ইংলিশ মিডিয়াম হলে অবশ্যই তাদেরকে রিটার্ন দিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ছাতক কর সার্কেল (২০) থেকে জানতে পারবেন। এ বিষয়ে ছাতক কর সার্কেল (২০) এর অতিরিক্ত সহকারী কর কর্মকর্তা দিপষ্কর চৌধুরী বলেন, স্কুল, কলেজের রিটার্ন আমাদের এইখানে দেওয়া হয়না। এর জন্য আলাদা সার্কেল রয়েছে। তবে সেই আলাদা সার্কেলের ঠিকানা বা নাম্বার জানা যায়নি। এ বিষয়ে ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় বলেন, বেসকারী স্কুল গুলো সাধারনত ম্যানেজিং কমিটি পরিচালনা করেন আমারা সমন্নয় করি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম অনুযায়ী এত ভর্তী ফি নেওয়ার কোন সুযোগ নেই। সরকারী ভাবে নির্ধারন করে দেওয়া হয়েছে জেলা শহরে ২ হাজার টাকা ও উপজেলা শহরে সর্বোচ্চ ১ হাজার টাকা। তিনি আরো বলেন, সেশন ফি বলতে কিছু নাই। তবে ঐ সকল শিক্ষা প্রতিষ্টানকে সরকারী বিধি বিধানের প্রতি লক্ষ করা উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, এটি একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্টান। যেকোন প্রতিষ্টান সরকারী নীতিমালা অনস্মরণ করে পরিচালিত হবে এটাই স্বাভাবিক। সাধারন পরিবারের সন্তানেরা পড়াশুনা করতে পারে সেই সাধ্যের ভিতরে ভর্তী ফি, বেতন নিয়ে আসার জন্য কতৃপক্ষের নিকট আহবান জানান তিনি।
এ বিষয়ে অবিলম্বে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অভিজ্ঞ মহল।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..