নগরের রাস্তা একমাসের মধ্যে হকারমুক্ত হবে : সিসিক মেয়র

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

নগরের রাস্তা একমাসের মধ্যে হকারমুক্ত হবে : সিসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরের ব্যস্ততম সব রাস্তা- বিশেষ করে বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ দখলদার হাকরদের উচ্ছেদে অনেক উদ্যোগ নিয়েছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত হকারদের কাছে ‘ব্যর্থই’ হয়েছিলেন তিনি।

এবার নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বললেন- ‘আগামী একমাসের মধ্যে সিলেটের রাস্তাঘাট হকারমুক্ত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা চলছে।’

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মেট্টোপলিটন চেম্বারের কনফারেন্স হলে শফিউল আলম চৌধুরী নাদেল এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট মেট্টোপলিটন চেম্বার।

চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিসিক মেয়র বলেন- সিলেট মহানগরের বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ করতে শুরু করেছি। হকার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টির সাথে অনেক কিছু জড়িয়ে আছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে- নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে যানজটের কবলে পড়তে হচ্ছে। ইনশাল্লাহ- আগামী একমাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকারমুক্ত করতে বা রাখতে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করা হবে। মেয়র আনোয়ারুজ্জামান এ কাজে সব মহলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।

সিলেট মেট্টোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..