সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: উত্তরপূর্বাঞ্চলের জেলা সিলেটে মাঘের শীতে রীতিমত কাঁপছে মানুষ। মাঘ মাসের শুরু থেকে প্রতিদিনই বাড়ছে শীতের দাপট। আর কমছে তাপমাত্রা।
অদ্য বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে আবহাওয়া অদিদপ্তর।
তীব্র শীতের সাথে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে সিলেট নগরীসহ আশপাশের এলাকা। বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত নগরে সূর্যের দেখা মিলেনি। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শীতের প্রভাব পড়েছে নগর জীবনেও। বেলা ১১ টা পর্যন্ত নগরে মানুষজনের চলাচল ছিলো সীমিত। স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি একেবারেই কম। বিপনী বিতানগুলোও খুলেছে অনেক বেলা পড়ে।
শীতের একেবারে কাবু হয়ে পড়েছেন বস্তিবাসী, নিম্ন আয়ের ভাসমান মানুষেরা। শীতের প্রকোপে বিপর্যস্ত দরিদ্র চা শ্রমিকেরাও। শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বিশেষত শিশু ও বৃদ্ধরা রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
এরআগে বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫০ ডিগ্রি।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুল মুহিত জানান- সিলেটে প্রতিদিনই তাপামাত্রা কমছে। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে গত পাঁচদিন ধরে তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে উঠেনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd