সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বুধবার (১৪ ফেব্রুযারি) । পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। বিশ্বনাথে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুযারি) সকাল থেকে বিশ্বনাথে সনাতনী ছাত্র সংঘ এর উদ্যোগে সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখা যায় তরুণ-তরুণী থেকে বিভিন্ন বয়সের হিন্দু সম্প্রদায়ের লোকদের।
অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেণ সনাতন ধর্মালম্বীরা।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সাম্প্রদায়িক বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
সনাতনী ছাত্র সংঘ বিশ্বনাথ এর প্রধান উপদেষ্টা জয়ন্ত কুমার দাশ এর নির্দেশনায় ও রাসেন্দ্র কুমার দাস রাজীব এর সভাপতিত্বে, বিজয় কর্মকারের ও প্রতিষ্ঠাতা সভাপতি সুমন দেব এর যৌথ পরিচালনায় প্রতিবছরের ন্যায় ৮ম বর্ষ পূর্তিতে জাঁকজমক ভাবে বিদ্যা দেবীর আরধনায় সনাতনী পরিবার পূজা অর্চনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সনাতনী ছাত্র সংঘের সদস্যবৃন্দ ও সনাতনী ধর্মালম্বী প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd