সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে জাফলং সীমান্ত থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, সংগ্রাম বিওপি গোয়াইনঘাট সিলেট কর্তৃক সোমবার দিবাগত রাত ১টার সময় গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের অন্তগর্ত পাথরটিলা মেইন পিলার-১২৭৪ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেরশের অভ্যন্তরে পাথরঘাট কলোনী নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর এলাকার আবুল কালাম এর ছেলে আহমেদ হোসেন (৫০), মৃত রমেস দাস এর ছেলে রাজেস দাস (৪২), মৃত ব্যাঙ্গা তাতী’র ছেলে লোকেস তাতী (৩৬)।
বৈধ পাসপোর্ট ও ভিসা ব্যতিত ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে নায়েব সুবেদার মোঃ শহিদুল আলম গোয়াইনঘাট থানায় এজাহার দায়ের করেন। থানার মামলা নং-২০/৩৯, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd