সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা :: স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই স্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, সুজানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd