কাবিনের পরদিন জাহাজে উঠেন নাবিক সাজ্জাদ, দুশ্চিন্তায় হবু স্ত্রী

প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৪

কাবিনের পরদিন জাহাজে উঠেন নাবিক সাজ্জাদ, দুশ্চিন্তায় হবু স্ত্রী

ক্রাইম সিলেট ডেস্ক :: ভারত মহাসাগরে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহতে’ জিম্মি হওয়া ২৩ জনের মধ্যে রয়েছেন চট্টগ্রামের নাবিক সাজ্জাদ হোসেন (২৮)।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নাবিক সাজ্জাদ বাড়িতে বড় ভাই মো. মোস্তাকের হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা পাঠান। যেখানে তিনি বলেন, সোমালিয়ান জলদস্যুরা ভারী বন্দুক হাতে এমভি আব্দুল্লাহ জাহাজে আক্রমণ করেছে। জাহাজে থাকা সবাইকে একটি ক্যাবিনে জিম্মি করে রেখেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি। মা-বাবা আর নুপুরকে দুশ্চিন্তা করতে নিষেধ করবেন। সবাই ভালো থাকবেন।

তার এই বার্তা পেয়ে পরিবারের সকলেই কাঁদছেন। দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন হবু স্ত্রী নুপুর। যার সঙ্গে মাসখানেক আগেই কাবিন সম্পন্ন হয়েছে সাজ্জাদের।

জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর জাহাজে ওঠেন সাজ্জাদ। এর আগের দিন ২৬ নভেম্বর খালাতো বোন নাজমিন আকতার নুপুরের সঙ্গে কাবিননামা সম্পন্ন হয়। ফিরে এসে জাঁকজমক আয়োজনে তাদের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু সবকিছুই এখন দু:স্বপ্নে রূপ নিয়েছে।

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ’তে ২৩ জন নাবিকের সঙ্গে জিম্মি রয়েছেন সাজ্জাদ নিজেও।

সাজ্জাদের বড় ভাই মোস্তাক হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সোমালিয়ান জলদস্যুদের হাতে সাজ্জাদের জিম্মি হওয়ার খবর জানতে পারি। হঠাৎ তার জিম্মি হওয়ার খবরে পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। জিম্মি সবাইকে দ্রুত উদ্ধার করে দেশে ফেরত আনার দাবি জানাচ্ছি।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর পায় মালিকপক্ষ।

এসআর শিপিংয়ের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, ‘কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজে মোট ২৩ জন নাবিক-ক্রু ছিল। সবাই ভালো আছেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..