সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: সিলেটে একটি মাদরাসা ভবনের নিচতলা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করার অভিযোগে মোঃ নজরুল ইসলাম (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান।
গত সোমবার (১৮ মার্চ) ভোররাতে নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকার সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার নিচতলায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
নজরুল জেলার জকিগঞ্জ উপজেলার আইয়র, মৌলভীরচক এলাকার মৃত আকদ্দছ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, এসএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে এসআই মোঃ ইবাদুল্লাহ ও এএসআই আল ইমরান বিন রাজ্জাকসহ থানা পুলিশের একটি টিমের বিশেষ অভিযানে শাহপরাণ (রহঃ) থানা এলাকার স্থানীয় মকসুদ মিয়ার মালিকানা একটি ভবনের সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার সামনে সন্দেহভাজন নজরুলকে আটক করা হয়। পরে তার তথ্যে মাদরাসার নিচতলার একটি ভাড়া রুমের ষ্টীলের লকার থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, গ্রেফতার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd