হবিগঞ্জে ট্রেনের অর্ধশত টিকিটসহ ৩ কালোবাজারি গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৪

হবিগঞ্জে ট্রেনের অর্ধশত টিকিটসহ ৩ কালোবাজারি গ্রেপ্তার

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুরের নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব–৯, সিলেট । গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার জানিয়েছে র্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো– হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার বাসিন্দা মৃত শেখ মকছুদ আলীর ছেলে শিপন চৌধুরী (৩১), দক্ষিণ বড়চর এলাকার বাসিন্দা মৃত আব্দুর নুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৫৫) ও মাধবপুর উপজেলার বুলাইয়া এলাকার বাসিন্দা মৃত আব্দুর নুরের ছেলে মো. জামাল মিয়া (৪২)। তাঁদের কাছ থেকে নিজেদের স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে কেনা বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ের ৪৫টি আসনের অনলাইন টিকিট, ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

র্যাব–৯, সিলেটের মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে ঈদ পূর্ববর্তী সময়ে এই টিকিট কালোবাজারি চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোনো পর্যায়ের কালোবাজারিতে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আসামি ও জব্দ আলামত শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকিট জনসাধারণের কাছে অধিক মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইনে ট্রেনের টিকিট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই সিন্ডিকেটকারীরা সক্রিয়। তারা অনলাইনে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকিট কিনে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..