সুনামগঞ্জে পুলিশের হেফাজতে আসামি মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

সুনামগঞ্জে পুলিশের হেফাজতে আসামি মৃত্যুর অভিযোগ

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের হেফাজতে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম রমিজ উদ্দিন (৫৫)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গাচড়া গ্রামের মৃত হেরাউল্লর ছেলে।

অভিযুক্ত পলিশ সদস্য হলেন তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জিয়াউর রহমান জিয়া।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী শালমা বেগম বলেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকার সাড়ে ৫ টার দিকে হঠাৎ একজন মোটরসাইকেল চালক এবং একজন সিভিল পোশাকের লোক নিহত রমিজ মিয়ার ছেলের দোকানের সামনে আসেন। এসময় রমিজ দোকানের সামনেই ছিল। একজন সাদা পোশাকের লোক জানতে চান রমিজ কে। তখন রমিজ নিজেকে পরিচয় দেওয়ার মাত্রই তিনি তাকে ধরে টেনে হিচড়ে ধরে নিয়ে যান। কিছুক্ষণ যাওয়ার পরেই রমিজ মাটিতে লুটিয়ে পড়েন। রমিজ মাটিতে লুটিয়ে পড়া মাত্রই ভয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়েন।

ট্যাকেরঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. হেলান উদ্দিন জানান, আমি বিকালে গ্রেপ্তারকৃত আসামি নিয়ে থানায় চলে গেছিলাম।

নিহত রমিজ ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তাকে ট্যাকেরঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জিয়াউর রহমান ধরতে গেলে সে পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। পরে শুনি সে মারা গেছে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাজিম উদ্দীন বলেন, এমন একটি ঘটনা শুনে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত সরজমিন পরিদর্শন করে জানাবো।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..