সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী আমিনা বেগম (৬০) হত্যা মামলার (নং দায়রা ২৫২/২১) রায় ঘোষণা করা হয়েছে। রায়ে একজনকে মৃত্যুদণ্ড দেয়ার সাথে সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তার নাম আব্দুল জলিল ওরফে কালু (৩৯)। তিনি ওসমানীনগর উপজেলার নগরীকাপন গ্রামের মৃত আব্দুল কাছিমের পুত্র।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এই দণ্ডাদেশ ঘোষণা করেন। এসময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন কালু।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল মজিদ খান মানিক।
জানা যায়, ২০১৯ সালে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেন আমিনা বেগম। তিনি গোয়ালাবাজেরের নিজের বাসায় থাকতেন। তার সন্তানরা থাকতেন যুক্তরাজ্যে।
২০২০ সালের ২৮ জুলাই তার সঙ্গে সর্বশেষ ফোনে কথা আলাপ করেছিলেন তার ভাই আব্দুল কাদির। এরপর থেকে তার ফোন বন্ধ পেয়ে ৩০ জুলাই তার ভাইপো আব্দুস সামাদ তার বাড়ির গেট তালাবদ্ধ দেখে ফিরে যান।
পরে আত্মীয়-স্বজনের বাড়িতেও খবর নিয়ে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ পর্যায়ে পুলিশ বাসার বাথরুমে গলাকাটা অবস্থায় আমিনার লাশ উদ্ধার করে। লাশের মাথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় আমিনার ছোট ভাই উপজেলার বিরাই গ্রামের মৃত মন্তাজ উল্লাহর ছেলে আব্দুল কাদির ওসমানীনগর থানায় বাদী হয়ে ২০২১ সালের ১ আগস্ট হত্যা মামলা দায়ের করেন (নং ১/১/৮/২১)।
২০২০ সালের ১৬ ডিসেম্বর কালুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম। ২০২১ সালের ১৪ অক্টোবর অভিযোগ গঠন করে আসামির নামে বিচারক কার্য শুরু হয়।
মামলায় মোট ২১ জন স্বাক্ষির মধ্যে ১৮জনের স্বাক্ষি গ্রহণ করা হয়েছে। আসামি পক্ষে ছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী নেপাল চন্দ্র।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd