সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমার বিরুদ্ধে সারা দেশে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র আমাকে হত্যা কিংবা অসম্মান করার। পাশাপাশি কিছু কিছু গণমাধ্যম আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার অপরাধ হলো, আমি সব বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দিই।
তবে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক চুনারুঘাট-মাধবপুরের সাত লাখ মানুষের দোয়া থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না।’
শনিবার (২০ এপ্রিল) দুপুরে চুনারুঘাট উপজেলা হলরুমে এক অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন এসব কথা বলেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন, চাল ও টাকা বিতরণে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম মাহবুব।
বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চিকিৎসক প্রিয়াঙ্কা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান নোমান ফরাজী, নজরুল ইসলাম, পিআইও প্লাবন পাল প্রমুখ।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ৮৫টি পরিবারের মধ্যে ঢেউটিন, চাল ও টাকা বিতরণ করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd