সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশিষ্ট সাংবাদিক দৈনিক সিলেট সুরমার প্রাক্তন বিভাগীয় সম্পাদক, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক,সংগঠক মোসাদ্দিক হোসেন সাজুল আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
সোমবার (২২ এপ্রিল) যুক্তরাজ্যের সকাল ১১ টার সেখানকার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন যুক্তরাজ্য সময় দিকে সেখানে ব্রাডফোর্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি স্ত্রী এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ভোগসাইল গ্রামের স্থায়ী বাসিন্দা ও মৃত মো. সায়েস্তা মিয়ার পুত্র। সিলেট নগরের সুবিদবাজারের কর্ণার ভিউতে তিনি বাস করতেন। দীর্ঘদিন থেকে কিডনী রোগসহ নানা জঠিলতায় থাকা সাংবাদিক সাজুল সম্প্রতি তিনি আমেরিকা সফর এবং ওমরাহ পালন করে যুক্তরাজ্য সফরে যান। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হয়। এবংং হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যু বরণ করেন।
সিসিক মেয়রের শোক:
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (১২ এপ্রিল) জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করের স্বাক্ষরিত এক বার্তায় এ শোক জানান তিনি।
শোক বার্তা মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন ‘মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল জনপ্রিয় একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। একাধারে তিনি সাংবাদিক ও সমাজসেবক হিসেবে বিশ^নাথবাসীর কাছে সুপ্রিয় ছিলেন।’
মোসাদ্দিক হোসেন সাজুলের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd