সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর ছড়ারপাড়ে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরের নাম মোহাম্মদ আলী (১৭)। সে নগরীর ছড়ারপাড়ে সাবেক ছাত্রলীগ নেতা রাহাত তরফদারের কলোনীর বাসিন্দা। কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের নুর আলীর ছেলে। পুলিশ আসামিদের আটক করতে অভিযান চালাচ্ছে।
মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা উঠতি বয়সের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার অথবা কথা কাটাকাটির জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। আটকের পর পুরোপুরি নিশ্চিত হয়ে বলা যাবে কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে।
তিনি জানান, কোতোয়ালি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপনও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd