সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
২০২৪ সালের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেট সদর উপজেলার শিবের বাজারস্থ ওয়েস্টপয়েন্ট কলেজ।
মঙ্গলবার সিলেট সদর উপজেলার শিবের বাজার হাসান কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহ খুররুম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কমর উদ্দিন।
ওয়েস্টপয়েন্ট কলেজের অধ্যক্ষ শেখ মিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সদর হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান ও হ্যাম রেডিও অপারেটর দিদারুল ইকবাল (ঝ২১উঅখ), ওয়েস্টপয়েন্ট কলেজের পরিচালক ও সিরাজুল ইসলাম চৌধুরী একাডেমির চেয়ারম্যান মাওলানা ফাইয়্যাজ আহমদ চৌধুরী, রয়েল একাডেমির প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য এ টি এম সেলিম, সানরাইজ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক সফিক আহমদ, শাহপরান দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সোহেল তালুকদার, রেইনবো একাডেমির প্রধান শিক্ষক মুহাম্মদ আলী, ওয়েস্টপয়েন্ট কলেজের ইংরেজী প্রভাষক শরিফ মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আব্দুল ওয়াদুদ ও সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় মুরব্বি ও শিক্ষাবিদ মাষ্টার জমির উদ্দিন, প্রভাষক ইয়াকুব আহমদ, প্রভাষক জাহিদ মালিক সরদার, প্রভাষক মাহমুদা আক্তার মনি, মুহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহিমা বেগম। এছাড়া ইসলামী সংগীত পরিবেশন করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ডলি বেগম ও একাদশ শ্রেণির শিক্ষার্থী আবিদা বেগম। দেশাত্ববোধক গান পরিবেশন করেন মারওয়া আক্তার লিসা। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমরান আহমদ।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজ, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, পুরান কালারুকা উচ্চ বিদ্যালয়, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়, কালিরগাঁও উচ্চ বিদ্যালয়, সানরাইজ আইডিয়াল একাডেমি, আল হেরা একাডেমি, রয়েল একাডেমি, রেইনবো একাডেমি, আল মিনা একাডেমি, আল মদিনা একাডেমি, দ্যা ব্রাইট স্কুল, জামিউল উলূম বড় কাপন দাখিল মাদরাসা, শাহপরান মাদরাসা থেকে উপস্থিত দুইশতাধিক কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সংর্বধনা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd