দেশে জঙ্গি-সন্ত্রাস পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে: সুনামগঞ্জে আইজিপি

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪

দেশে জঙ্গি-সন্ত্রাস পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে: সুনামগঞ্জে আইজিপি

ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস বাদ সম্পূর্ণ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে। ইতিমধ্যে দেশে সকল ধরণের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আজ শুক্রবার (১৭ মে) দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও অ্যাপার্টম্যান্ট এর উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

আইজিপি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করছেন। পুলিশবাহিনীর সদস্যদের দেশে বিদেশে ট্রেনিং দিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশের উপযোগীভাবে গড়ে তুলেছেন। যার ফলে দেশে যখন যে কোনও ঘটনা ঘটলে তথ্য প্রযুক্তি সহায়তায় পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে ও ঘটনার কারণ উদঘাটন করতে পারে।‘

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশদের নানা সুযোগ -সুবিধা বৃদ্ধি করেছেন। পুলিশের জন্য এটা ব্যয় নয় বিনিয়োগ, কারণ পুলিশদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে পুলিশ তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারবে। সেই সাথে সারাদেশের মানুষ পুলিশের সেবা থেকে উপকৃত হবে।‘

পুলিশ প্রধান আরও বলেন, ‘পুলিশের সকল মেধা সকল শ্রম ব্যয় হবে মানুষের কল্যাণে। আমরা দেশের মানুষদের জন্য কাজ করতে পেরে গর্বিত।‘

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্‌সান শাহ্সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..