কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে তরুণ-তরুণী আটক

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৪

কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে তরুণ-তরুণী আটক

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে এসে দুই কেন্দ্রে দুজন আটক হয়েছেন। এর মধ্যে একজন কোম্পানীগঞ্জ থানাসদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও অপরজন উপজেলার পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটক হন। আটক দুজনের মধ্যে একজন তরুণ ও একজন তরুণী।

জানা গেছে, মঙ্গলবার (২১ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানাসদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জামিল হোসেন নামের এক তরুণ আটক হয়েছেন। তিনি তার বড় ভাই কামরান হোসেনের (২৪) ভোট দিতে এসেছিলেন। জামিল উপজেলার বুড়দেও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার নাহিদ হাসনাইন।

তিনি জানান, জামিল তার বড় ভাইয়ের ভোট দিতে আসলে পোলিং এজেন্টরা তাকে চিনতে পারেন এবং দায়িত্বরত প্রিসাইডিং অফিসারকে অবহিত করেন। এসময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অপরদিকে, উপজেলার পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে সোনিয়া বেগম (২০) নামের এক তরুণী আটক হয়েছেন। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইটিং অফিসার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..