সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : টানা বর্ষণে সিলেট সিটি কর্পোরেশনের প্রায় ২৮ টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এর আগে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়। এরপর থেকে সিসিকের পক্ষ থেকে নানা তৎপরতা চলছে। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।
গতকাল সোমবার দুপুরে বন্যা পরিস্থিতি ও আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ মখলিছুর রহমান কামারন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমদ চৌধুরী, কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম, হুমায়ুন কবির সুহিন, জয়নাল আবেদীনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। নগরীর মিরাবাজার, তেররতন, উপশহর ও ১০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। এসময় তারা আশ্রয় কেন্দ্রসহ পানিবন্দীদের খোঁজ খবর নেন।
জানা গেছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোস্টার ডিউটি পালন করবেন সিসিকের কর্মকর্তাগণ। জরুরি সেবায় কন্ট্রোলরুমে যোগাযোগের ফোন নম্বর (০১৯৫৮-২৮৪৮০০) ২৪ ঘণ্টা চালু থাকবে।
আরিফুল হক চৌধুরীর পরিদর্শন: সোমবার বন্যার্তদের দুর্দশা দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি দুপুরে নগরীর সুবহানীঘাটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় আরিফুল হক চৌধুরী বলেন, শহরকে বাঁচাতে হলে সুরমা নদীর উভয় তীরে বেড়িবাঁধ দিতে হবে। সুরমা নদী খনন করতে হবে। তিনি বলেন, শুনেছি সুরমা নদী খনন হচ্ছে, কিন্তু এর কোন লক্ষণ মিলছে না। গতবছরের তুলনায় কম বৃষ্টিপাতে এবার আরো বেশি প্লাবিত হয়েছে।
সাবেক মেয়র আরো বলেন, জানি চাইলেও অনেক জায়গা খনন করা যাবে না। সুরমার উপর পাশাপাশি তিনটি ব্রিজ হয়েছে। এর ৫/৬ কিলোমিটারের ভেতরে খনন করা যাবে না। এর জন্য সুন্দর পরিকল্পনা নিয়ে নদী খনন করতে হবে। তিনি বলেন, দেশে যদি বৃষ্টি না হয় মেঘালয়ে বৃষ্টি হলেও সিলেট শহরে পানি বাড়বে। এটা মাথায় রাখতেও হবে।
সাবেক মেয়র বলেন, সিলেটের মানুষের সাথে বৈষম্য হচ্ছে এর প্রমাণ হলো, বর্তমান সরকার ১৫ বছরেও নদী রক্ষা বাঁধের প্রকল্প গ্রহণ করেনি। এটা দু:খজনক। ঢাকা সিলেট ছয় লেন প্রকল্প এখনো এগোয়নি। সিলেটের উন্নয়নে সরকার যেমন উদাসীন, আমাদের জনপ্রতিনিধিরাও উদাসীন। বিষয়টি নিয়ে আমাদের ভাবা দরকার।
মহানগর বিএনপি সম্পাদক: এদিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীও গতকাল সোমবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বাসাবাড়িতে বন্যার্তদের খোঁজ খবর নেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd