কানাইঘাট উপজেলার চেয়ারম্যান পদে পলাশ বিজয়ী

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪

কানাইঘাট উপজেলার চেয়ারম্যান পদে পলাশ বিজয়ী

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন মোস্তাক আহমদ পলাশ। জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলাশ মোটরসাইকেল প্রতীকে ৩৫ হাজার ৩০২টি ভোট পেয়ে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ৭৬৫টি ভোট। বুধবার সন্ধায় কেন্দ্রগুলোর এজেন্টসহ বিভিন্ন সূত্রে এ ফলাফল জানা গেছে। এরআগে দিনভর এই উপজেলায় ভোটগ্রহণ হয়।

পলাশ ও বাহার ছাড়া কানাইঘাটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন), খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিচ)।

এদিকে, কানাইঘাটে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে হাফিজ মাওলানা আলতাফ হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটার ছিলেন। বন্যার মধ্যেই এ উপজেলায় ভোট হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2024
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..