গোয়াইনঘাটে ছাত্রদল নেতা সালমানের বাড়িতে আ. লীগের হামলা ও লুটপাট

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

গোয়াইনঘাটে ছাত্রদল নেতা সালমানের বাড়িতে আ. লীগের হামলা ও লুটপাট

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা সালমানের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা ও লুটপাট চালিয়েছে। এ হামলায় সালমানের পরিবারের সদস্যরা আহত হয়েছেন। গতকাল ১৭ জুলাই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে যারাই অংশ নিয়েছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে। এরই অংশ হিসাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রবাসী ছাত্রদল নেতা সালমানের বাড়িতে হামলা ও ভাংচুর করে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

বর্তমানে সালমানের বাড়িতে থাকার মতো কোন ঘর নেই। তাদের পরিবারের সদস্যরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। ছাত্রদল নেতা  সালমানের বাড়িতে এমন হামলা দেখে আতঙ্কিত প্রতিবেশীরা।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি এড শাহেদ আহমদ বলেন, আমরা সবাই এখন পালিয়ে আছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাট চালাচ্ছে। এমনকি গণহারে পুলিশ আমাদের নেতাকর্মীদের আটক করছে। প্রবাসী ছাত্রদল নেতা সালমানের বাড়িতে এই নেককার জনক হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে সালমানের মামা সাংবাদিক আবুল হোসেন বলেন, আমার ভাগিনা সালমান সে প্রবাসে থাকে। সেখানে সে ছাত্রদলের বিভিন্ন অনুষ্টানে অংশ নেয়। এরই জের ধরে আওয়ামী লীগের লোকজন তাদের বাড়িতে হামলা করেছে। আমরা এই হামলার ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..