নিজস্ব প্রতিবেদক :: কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। বিপরীতে চারটি অবস্থান থেকে আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ছুড়ছেন।
শুক্রবার (২ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে নগর অভিমুখী আন্দোলনকারীরা ‘ছাত্র-জনতার গণমিছিল’ বের করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়ে চলছিল।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকারীরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিকেল সোয়া ৩টার দিকে নগর অভিমুখে ‘ছাত্র-জনতা গণমিছিল’ বের করে। মিছিলটি আখালিয়াস্থ মাউন্ড এডোরা হাসপাতালের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
পুলিশ ব্যাপক হারে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় শিক্ষার্থীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে নগরের মদিনা মার্কেট-বাগবাড়ী রোড, লতিফ মঞ্জিল ও মদিনা মার্কেট কালিবাড়ী রোডে অবস্থান নেন। আরেক অংশ মাউন্ড এডোরার গলিতে অবস্থান নেয়। এসব অবস্থান থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।
অন্যদিকে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করছে।
পুলিশ ধাওয়া দিলে তারাও লাটিসোঁটা নিয়ে প্রতিরোধ করতে দেখা গেছে। বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
Sharing is caring!