নিজস্ব প্রতিবেদক :: সকাল থেকেই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ-আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে সংঘর্ষ ছড়িয়ে পরে মহানগরের বিভিন্ন এলাকায়। সিলেটে সংঘর্ষকালে চার সাংবাদিক আহত হয়েছেন। ভাঙা হয়েছে ক্যামেরা।
পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু, একাত্তর টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ ও ক্যামেরাপার্সন তারেক আহমেদ ও যুগান্তরের ফটো জার্নালিস্ট মামুন হাসান আহত হয়েছেন।
এর মধ্যে চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু পায়ে গুলি লাগে।
দুপুরে আন্দোলনকারীদের মারধরে আহত একাত্তর টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাঙা হয়েছে একাত্তর টেলিভিশনের ক্যামেরা। এছাড়া দুপুরে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষকালে গুলিবিদ্ধ হন যুগান্তরের ফটো জার্নালিস্ট মামুন হাসান।
Sharing is caring!