সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন-সহিংসতার জেরে এক সপ্তাহের মতো সিলেটের সড়কে ছিল না ট্রাফিক পুলিশ। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি-লাঠি হাতে এ কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা।
এ অচলাবস্থার পর আজ সোমবার (১২ আগস্ট) সিলেটের সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দেন তারা।
সোমবার সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, রিকাবীবাজার, মদিনামার্কেটসহ নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে এক সঙ্গে কাজ করছেন।
গত কয়েকদিন ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা; তাদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
কর্মরত স্বেচ্ছাসেবকরা জানান, ট্রাফিক পুলিশকে তারা সর্বাত্মক সহযোগিতা করছেন। নিয়ম মেনে যানবাহন চলাচল করতে চালকদের প্রতি আহ্বান জানান স্কাউট ক্যাডেট ও স্বেচ্ছাসেবকরা।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর কিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd