সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪
সাক্ষাতকারে যুক্তরাজ্য বিএনপি নেতা জাকির আলম
ডেস্ক রিপোর্ট :: যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা জাকির আলম বিজয়। ফেসিস্ট্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দলীয়নেতাকর্মীকে নিয়ে যুক্তরাজ্যে তুমুল গণ আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। দেশে থাকাকালে সিলেটের তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জাকির আলম। এই ইউনিয়নের বাসিন্দা হলেন যুক্তরাজ্য বিএনপির বিপ্লবী সভাপতি এম এ মালেক। তাই দেশে এবং বিদেশে এম এ মালেকের বিশ^স্থ সহচর হিসেবে জাকির আলম সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করেন। গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে দৈনিক জালালাবাদ এর সাথে একান্তে কথা বলেন জাকির আলম বিজয়। সাক্ষাতকারটি গ্রহণ করেছেন দৈনিক জালালাবাদ এর প্রধান প্রতিবেদক আহবাব মোস্তফা খান। দৈনিক জালালাবাদ এ প্রকাশিত সাক্ষাৎকারটি এখানে হুবহু তুলে ধরা হলো।
শেখ হাসিনা সরকারের পতনের পর তার অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন, দেশের আপাময় জনসাধারণের মতোই নিজেকে অনেকটা স্বাধীন মনে হচ্ছে। এটি এই প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক দাঙ্গার মিথ্যা তথ্য দিয়ে দেশকে আফগানিস্থান বানাতে চাচ্ছে। তাদের এই অপপ্রচার দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র বলে মনে করেন তিনি। জাকির আলম বলেন, দ্বিতীয় স্বাধীনতা-পরবর্তী সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে শেখ হাসিনার দোসরেরা। বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, সবাই বাংলাদেশি। ষড়ন্ত্রের অপচেষ্টা হলে আমরা সবাই মিলে তা রুখে দেব। কারণ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর উত্থান হলে আমাদের গণতন্ত্র এবং মুক্তচর্চার স্বাধীনতা লোপ পাবে। তাই সবাইকে নিজনিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে জাকির আলম বিজয় হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ফ্যাসিবাদীরা ভারতে বসে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে! পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করা হলে আপনাদের জানাজা পড়ার লোক খুঁজে পাবেননা। ছাত্র-জনতার অভ্যুত্থানের দিকে চোখ তুলে তাকানোর সাহস করলে কোটি মানুষের সমাগমে পিষে ফেলব। এই বাংলাদেশ ১৬ বছর পর স্বাধীনতার নতুন মুখ দেখেছে। সেই মুখের দিকে কেউ নজর দেওয়ার চেষ্টা করলে তার জায়গা এই দেশে হবে না। এছাড়া জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন করছে। ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। ফ্যাসিস্টদের দোসররা এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে। একটি সফল গণবিপ্লবের পর দেশের সংখ্যালঘু ভাইদের ওপর নির্যাতন-নিপীড়ন করছে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা। কিন্তু তাদের ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না।
সৌজন্যে-দৈনিক জালালাবাদ
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd