কানাইঘাট প্রতিনিধি :: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সমালোচিত টক-শো আলোচক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক করেছে বিজিবি। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে কানাইঘাটের দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় হয়েছে বলে একাধিক সূত্র বলছে।
তবে মানিক শুক্রবার দিনে ভারতে অনুপ্রবেশ করে ফের সন্ধ্যার দিকে বাধ্য হয়ে এপারে ফিরে আসেন এবং এসময়ই বিজিবি’র হাতে আটক হন বলে বিভিন্ন সূত্র বলছে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে- আটকের পর দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছেন এবং কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
বিজিবি ক্যাম্পে মানিকের থানার বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।
স্থানীয় একাধিক সূত্র বলছে, শুক্রবার দিনের কোনো এক সময় সাবেক শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে দনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। কিন্তু সেখানে তাকে স্থানীয় কিছু লোক আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম-পরিচয় জানান। এসময় ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শামসুদ্দিন মানিককে নিজের পরিচয় দিয়ে একটি ভিডিওতে বলতে দেখা গেছে- টাকা লাগলে আমি দিবো, আমার ভাই-বোন দিবেন, আমি এদেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য?
এসময় তিনি ক্লান্ত-শ্রান্ত অবস্থায় কলাপাতায় শুয়েছিলেন।
তবে আরেকটি সূত্র বলছে- দনা পাতিছড়া গ্রামের একজনের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলের দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে তাকে দনা বিজিবির সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান।
Sharing is caring!