সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪
মোঃ মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ :: দীর্ঘ দেড়যুগ ধরে অবৈধ দখলদারদের আয়ত্তে থাকা কোম্পানীগঞ্জের কলাবাড়ী গ্রামের খেলার মাঠটি আজ২৫ শে আগষ্ট রোববার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।
আগামীকাল থেকে মাঠের খেলা উপযোগী করণে সংস্কার কাজ চলবে বলে কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে জানা গেছে।
উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী,উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সকল সদস্যসহ এলাকার ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায় দীর্ঘ দেড়যুগ ধরে স্হানীয় অধিবাসীরা পাথর বালু,গাছপালা রোপণসহ দখল করে নেয় কলাবাড়ী খেলার মাঠ । বছরের পর বছর ক্রীড়ামোদী এলাকাবাসী কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে রাজনৈতিক পেশীশক্তির কারণে মাঠ উদ্ধারে সফল হতে পারেননি।
অবশেষে ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যূথ্থানে দেশব্যাপী জুলুম, নির্যাতন,অবৈধ পেশীশক্তি ব্যবহারকারীদের বিরুদ্ধে দেশ সংস্কারের অংশ হিসেবে ছাত্র জনতার আন্দোলন চলমান। ব্যাটে বলে সংযোগ লাগাতে তৎপর হয়ে ফের প্রতিবাদে নামেন কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সদস্যরা। মাঠ উদ্ধারে সোশ্যাল মিডিয়ায় সহযোগিতা উপজেলার ছাত্র জনতাসহ ক্রীড়ামোদীদের। প্রাথমিক উপজেলা প্রশাসনসহ, সেনাবাহিনী,পুলিশের দ্বারস্থ হলে যৌক্তিক দাবীর প্রতি সাড়া দেয় সংশ্লিষ্ট কতৃপক্ষ। অবশেষে দখলদার ও উদ্ধারকারী উভয়ের আন্তরিকতার ফলে সৌহার্দপূর্ণ পরিবেশে এলাকার স্বার্থে খেলাধূলার পরিবেশ সমুন্নত রাখতে মাঠটি উদ্ধার হয়।
এদিকে মাঠ উদ্ধার অভিযানে সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি,দখলদার, উদ্ধারকারীসহ এক তাৎক্ষণিক উপস্থিত শতশত লোক সমাগমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্হানীয় ইউ/পি চেয়ারম্যান আলমগীর আলম তিনি বলেন দীর্ঘ দেড়যুগ ধরে অবৈধ দখলদারদের আয়ত্ত হতে আজ সবার চেষ্টায় মাঠটি উদ্ধার হয়েছে। আমরা সেই অতীতের চিরচেনা খেলাধুলায় মগ্ন হতে দেখতে পারবো এলাকার খেলোয়াড়দের। মাঠ উদ্ধার পরবর্তী সংস্কারকাজে সবধরনের সহায়তার ঘোষণাও দেন চেয়ারম্যান আলমগীর আলম।
কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভপতি হাজী আমিনুল ইসলাম বলেন সবার দীর্ঘ আন্দোলনে অবশেষে আমাদের কাংখিত মাঠ পেয়েছি। উদ্ধার সহায়তায় যে বা যারা সহযোগিতা আন্তরিকতা দেখিয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তার প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড়যুগ ধরে আন্দোলন সংগ্রামের ফসল আজ আমরা পেয়েছি।মাঠ উদ্ধারে দীর্ঘ কয়েকবছরে অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। অবশেষে দেশব্যাপী আমূল পরিবর্তনে হাল ছাড়েনি কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা। মাঠ উদ্ধারে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী, পুলিশ বাহিনি,এলাকার ছাত্র জনতার প্রতিও তিনি ধন্যবাদ জানান। তাছাড়া মাঠটি উদ্ধারে দখলদাররাও নমনীয় হওয়ায় সহজেই উদ্ধার অভিযান সফল হয়। দখলদার যে বা যারা ছিলেন একই এলাকার আমাদের আত্মীয় বিধায় সৌহার্দ্য সম্প্রীতি দৃঢ় করণে ক্লাবসদস্যদের প্রতিও আহবান জানান তিনি।
প্রসংগত কলাবাড়ী খেলার মাঠটি কোম্পানীগঞ্জের ধলাই সেতু সংলগ্ন পূর্ব দক্ষিণ প্রান্তে অবস্হিত। মাঠটি ২.৭০ একর পরিমাণ বলে জানা গেছে। ২০০৯/২০১০ সাল হতে রাজনৈতিক পেশীশক্তিকে ব্যবহার করে স্হানীয় কতিপয় কিছু লোক মাঠটি দখলে নেয়। অবশেষে দেশব্যাপী আমূল পরিবর্তনের হাওয়ায় পাল তুলেছে কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সদস্যরা। শীঘ্রই মাঠ সংস্কারসহ আনুষ্ঠানিক টুর্নামেন্টের মাধ্যমে খেলার পরিবেশ সমুন্নত করণে এগিয়ে যাবার প্রত্যাশা স্হানীয় খেলোয়াড়দের।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd